ভাওরকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

সময়: 9:03 am - January 25, 2025 |

সাজিদ রুবেল (নোয়াখালী প্রতি নিধি): নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ভাওরকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও গ্রামবাসীর মিলনমেলা অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গণে । আজ ২৪/০১/২০২৫ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর শতবর্ষ উদযাপন কর্মসূচি ঘোষণা করেন উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক গোলাম সরওয়ার ভূঁইয়া , শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মজিবুর রহমান, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল ভূঁইয়া , উৎযাপন কমিটির সদস্য সচিব ভাওরকোট গ্রামের কৃতি সন্তান আব্দুল কাইয়‍্যুম ভূঁইয়া, বিশিষ্ট ব‍্যবসায়ী সি আই পি জনাব নূর মোহাম্মদ ভূঁইয়া, এই সময় তিনি তার স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, “ ১৯২৪ সালে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে আমার চাচা আমজাদ ভূইয়া এবং তাঁর বন্ধু বাম মিয়া এখানে এই মাত্র দুইটি কক্ষ নিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন । যা আজ হাটি হাটি পা পা করে ২০২৪ সালে ১০০ বছরে পা রেখেছে। এই বিদ‍্যালয় থেকে অসংখ্য ছাত্রছাত্রী শিক্ষা লাভ করে দেশের বিভিন্ন স্থানে অবদান রেখে আসছে, এই সময় তিনি বলেন যারা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে অবদান রেখে গত হয়ে গিয়েছেন তাদের কে আল্লাহ জান্নাত নসিব করুক, যারা জীবিত আছেন তাদের সুস্থতা কামনা করছি।” উল্লেখ‍্য এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে । সারা দেশ থেকে অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্রছাত্রীরা সকল ব‍্যস্ততা রেখে নাড়ির টানে ছুটে এসেছেন অত্র বিদ‍্যালয়ে । কেউ কেউ তাদের স্মৃতি চারণ করতে গিয়ে আবগ আপ্লুত হয়ে পড়েন, তারা তাদের শিক্ষা গুরুদের অবদানের কথা স্মরণ করেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । উপস্থিত ছাত্রছাত্রীরা আয়োজক কমিটিকে ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানান । দুপুরের খাবারের পর কৃতি ছাত্র সংবর্ধনা গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করেন কান্ডারী সাংস্কৃতিক সংসদ ও নোয়াখালী সাংস্কৃতিক সংসদ (নোসাস)। সর্বশেষ সভাপতি তার বক্তব্যে বলেন, ” আমাদের অনুষ্ঠানে সকলকে সমানভাবে সম্মান প্রদর্শন করায় , কাউকে প্রধান অতিথি ,বিশেষ অতিথি না করা হয়নি। আপনারা আমাদের পোগ্রামকে সাফল্য মন্ডিত করায় আয়োজন কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ।”

Share Now

এই বিভাগের আরও খবর