চাটখিল উপজেলা বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতি

সময়: 1:45 pm - August 25, 2024 |

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি: টানা বৃষ্টি ও প্রবল জোয়ারের কারণে নোয়াখালীর চাটখিল উপজেলা বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। এর ফলে পানি বন্দি-গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ।

সরজমিনে ঘুরে দেখা যায় বিভিন্ন ইউনিয়নে ক্ষয়-ক্ষতি কয়েক হাজার কোটি টাকা, বিশুদ্ধ পানি প্রয়োজন ত্রাণ সামগ্রী পর্যাপ্ত অভাব দেখা গেছে।
এখনো অনেক স্থানে বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন। প্রবাসে থাকা ব্যক্তিরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে না।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রাস্তা-ঘাট, বসত-বাড়ি তলিয়ে গেছে পানির নিছে। পানির শ্রোতে ভেসে গেছে খামারিদের মাছ, গৃহপালিত পশু নিয়েও রয়েছে সঙ্কা। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সেগুলোতে আশ্রয়ও নিয়েছেন অনেকেই। আশ্রয় কেন্দ্র গুলোতে খাবার দিচ্ছে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

এভাবে টানা বৃষ্টি হলে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে জানান বিশেষজ্ঞরা।

চাটখিল পৌরসভার বাসিন্দা সুলতান বাবর বলেন, আমার প্রায় ৫০লক্ষ টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতেকরে আমি অসহায় হয়ে পড়েছি।
বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে দেখা যায় মানুষের হাহাকার। বন্যার ক্ষতিতে মানুষ দিশেহারা। কর্মহীন মানুষ এখন একটু সাহায্যের অপেক্ষায়।

স্থানিয়রা জানান, বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে এখন পর্যন্ত সরকারিভাবে বরাদ্দকৃত প্রতিটা ওয়ার্ডে ৮-/১০ /১২ জনের বেশি কোন এাণ সামগ্রী তারা পায় নাই যাহা ক্ষতিগ্রস্তদের তুলনায় অনেক কম।

Share Now

এই বিভাগের আরও খবর