পলিথিন ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক গুরুত্বর আহত

সময়: 10:28 am - January 26, 2025 |

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে আজ দুপুর ১২ টার দিকে অভিযান পরিচালনা করার সময় পলিথিন ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ শওকাত আলী গুরুত্বর আহত হয়েছেন।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ব্যবসায়ীদের হামলায় শওকাত আলীর মাথা ফেটে গেছে, নাকে ফ্রাকচার হয়েছে এবং রডের আঘাতে পা ভেঙে গেছে।

চকবাজারের হাজী শহীদুল ইসলাম বাবুল রোডে অবস্থিত পলিথিন কারখানায় অভিযান পরিচালনাকালীন কারখানার মালিক শ্রমিক এবং পলিথিন ব্যবসায়ী এসোসিয়েশনের লোকজন এ হামলা করে বলে অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্টরা এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান পরিচালনার সময় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাদের শ্রমিকদের লেলিয়ে দেয়। পুলিশ সদস্যরা পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের ওপরও চড়াও হয়। পেছন থেকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক শওকাত আলীকে টেনে নিয়ে রড লাঠিসহ নিয়ে তারা হামলা চালায়। এসময় পরিচালকের মাথা ফেটে ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

Share Now

এই বিভাগের আরও খবর