নোয়াখালীর চাটখিল উপজেলায় স্কাউট কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত

সময়: 12:06 pm - January 28, 2025 |

আনিছ আহম্মদ হানিফ: বাংলাদেশ স্কাউটস ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নোয়াখালীর চাটখিল উপজেলায় স্কাউট কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কাউট এডহক কমিটির সদস্য সচিব আহসান উল্লাহ চৌধুরী পরিচালনা এ নির্বাচন সম্পন্ন করা হয়।
উপজেলা স্কাউট কমিটির নির্বাচিত সদস্যগণ হলো সভাপতি-উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী, তালতলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আশেক এলাহি, হীরা পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুন্নবী, দক্ষিণ বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোরশেদা খানম, কমিশনার-মেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ-শোল্যা বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক, সম্পাদক-ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রুহুল আমিন, যুগ্ম সম্পাদক-চাটখিল পিজি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাইল, গ্রুপ সভাপতি প্রতিনিধি-হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ভূঁইয়া, ভীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস বেগম, ভাওর ভীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার শীল।
এ ছাড়াও অডিটর হিসাবে নির্বাচিত হয়েছেন আহ্বায়ক-কামালপুর মোহাম্মদ হাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেল্লাল হোসেন , সদস্য- সিংবাহুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, হীরাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফর রহমান।

স্কাউট কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন উপজেলার প্রাথমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে চাটখিল উপজেলা স্কাউট কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। তিনি আরো বলেন নবগঠিত নির্বাচিত কমিটি চাটখিল উপজেলা স্কাউটকে আরো গতিশীল ও যুগোপযোগী করে তৈরি করবে। চাটখিল উপজেলা স্কাউটের ত্তর ত্তর সমৃদ্ধি কামনা করছি।

Share Now

এই বিভাগের আরও খবর