কক্সবাজারের মহেশখালীতে ইজিবাইক চাপায় শিশু নিহত

সময়: 2:29 pm - January 28, 2025 |

মানব কথা: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মিজ্জির পাড়া এলাকায় ব্যাটারচালিত ইজিবাইকের (টমটম) চাপায় মিজান মনি (৬) নামের এক শিশুর মর্মান্তিত মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার মাও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শিশু মিজ্জির পাড়ার বাসিন্দা রবিউল আলমের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক আসা একটি বেপরোয়া সিএনজি অটোরিকশাকে পাশ দিতে গিয়ে ফুটপাতে উঠে যায় ইজিবাইকটি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি ফুটপাতে হাঁটা অবস্থায় মা ও ছেলের উপর উল্টে পড়ে । এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। শিশুটির মুখ ও মাথা সম্পূর্ণ থেঁতলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানান ওসি

Share Now

এই বিভাগের আরও খবর