জুনদপুর মুক্তমন সামাজিক সংগঠনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাজিদ রুবেল (নোয়াখালী প্রতি নিধি): জুনদপুর মুক্তমন সামাজিক সংগঠনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী সোনাইমুড়ী জুনুতপুর বাজারে মুক্তমন সামাজিক সংগঠনের কেক কেটে ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়,শনিবার ১ ফেব্রুয়ারি সকাল ১০:সংগঠনের কার্যক্রম শুরু করেন। এতে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত
: জনাব, মোহাম্মদ মোরশেদ আলম।
অফিসার ইনচার্জ, সোনাইমুড়ী থানা, নোয়াখালী
বিশেষ অতিথিঃ জনাব, মোঃ আবুল বাশার।
উপজেলা সমাজসেবা অফিসার, সোনাইমুড়ী, দোয়াখালী।।
বিশেষ অতিথিঃ এলাকার সকল গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতিঃ মাওলানা দাউদ আহমেদ।
খতিব, জুনদপুর কেন্দ্রীয় জামে মসজিদ
উপজেলা সমাজসেবা অফিসার জনাব আবুল বাশার
বলেন সামাজিক সংগঠন গুলোর নেতৃত্বের মাধ্যমে যুব সমাজ এগিয়ে আসলে এলাকা বাসিকে একটি সুশৃঙ্খল সমাজ উপহার দিতে পারবে। তিনি আহ্বান করেন। সমাজ থেকে মাদক, ইভটিজিং, সমাজ গঠন করতে যুব সমাজের বিকল্প নেই। মুক্তমন সংগঠন থেকে যে সেবা গুলো প্রদান করা হবে
০১। শিক্ষারমান প্রসারে এলাকার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগীও করা।
০২। গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
০৩। মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলা।
০৫। বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরন করা।
০৫। দুর্যোগকালীন সময় নিরীহ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
০৬। জরুরী প্রয়োজনে রক্ত সংগ্রহ ও চিকিৎসার মাধ্যমে অসহায় রোগীদের পাশে দাঁড়ানো।
০৭। খেলাধুলায় ও বিনোদনে অংশগ্রহন করা এবং যুব সমাজকে উৎসাহিত করা।
০৮। এলাকার পরিষ্কার, পরিচ্ছন্নতা ও বাজারের সৌন্দর্য বর্ধনে কাজ করা।
০৯। সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা অন্যায় ও অবিচার কে প্রতিহত করা।
১০। সর্বোপরি এলাকার জনগন কে সকল উন্নয়ন মূলক কাজে উৎসাহিত করা,
একটি আদর্শিক সমাজ গড়ে তোলা।।
একই সাথে মুক্তমন সামাজিক সংগঠনর কমিটি ঘোষণা করা হয় উক্ত কমিটিতে
সভাপতি শাহাদাত হোসেন
সহ- সভাপতি – সুমন চন্দ্র শীল, জহিরুল ইসলাম ইমরান হোসেন আকিব
সাধারণ সম্পাদক- মেহেদী হাসান যুগ্ম সাধারন সম্পাদক-শাকের আলম তৌফিক হাসান বাঁধন
. সাংগঠনিক সম্পাদক- রাশেদুল ইসলাম নেহাল
দপ্তর সম্পাদক- আরিফুর রহমান
অর্থ সম্পাদক-রাশেদ খান মিলন। প্রবাসী সম্পাদক
প্রচার সম্পাদক ইমাম হোসেন সানি আব্কুল আহাদ
শিক্ষা বিষয়ক সম্পাদক- শারুক হাসান অডিটর-ইয়াছিন আরাফাত
সমাজ সেবা সম্পাদক সায়েদ আহম্মেদ মাজেদ
দূর্যোগ ও আন বিষয়ক সমপাদক- শাহাদাত হোখেন
ক্রিড়া সম্পাদক- জিয়াউল হক জুয়েল