শেখ হাসিনার কার্যক্রম নিয়ে দিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

সময়: 10:23 am - February 6, 2025 |

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডকে ঢাকা উসকানিমূলক বলে মনে করায় দিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেন, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবাদলিপি হস্তান্তর করেছে।

শেখ হাসিনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকলেও নয়া দিল্লির পক্ষ থেকে কোনো জবাব পায়নি ঢাকা।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় আবারো এ ধরনের প্রচেষ্টার প্রতিবাদ জানাল।

সূত্র : ইউএনবি

Share Now

এই বিভাগের আরও খবর