কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির মৃত দেহ উদ্ধার

সময়: 11:07 am - February 12, 2025 |

মানব কথা: কক্সবাজারের চকরিয়ায় তামাক ক্ষেত থেকে একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে । পুরুষ হাতিটির বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকা থেকে মৃত অবস্থায় হাতিটি উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয়রা জানান, তামাক ক্ষেত রক্ষায় দেওয়া বৈদ্যুতিক ফাঁদে হাতিটির মৃত্যু হয়েছে। তবে বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

ফাঁসিয়াখালীর ঘুনিয়া পাহাড়ের পাশে একটি তামাক ক্ষেতে পড়ে রয়েছে মৃত হাতিটি। স্থানীয় লোকজন বলেন, চকরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে তামাক ক্ষেত রয়েছে। পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে তামাক ক্ষেত রক্ষা করতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করেছেন কৃষকেরা। এ ধরনের ফাঁদে পড়ে সুস্থ-সবল হাতিটির মৃত্যু হয়েছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বৈদ্যুতিক ফাঁদে হাতিটির মৃত্যু হয়েছে বলে অনেকে জানিয়েছেন। তবে ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। তিনি আরও বলেন, মৃত পুরুষ হাতিটির বয়স ৪২ থেকে ৪৫ বছর। তার শরীরে বাহ্যিকভাবে কোনো অসুস্থতা চোখে পড়েনি।

এবিষয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, হাতির শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলে বন বিভাগের লোকজন ও ডাক্তার গিয়ে বিষয়টি দেখছেন। হাতিটি ময়নাতদন্তের প্রসেস চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মন্তব্য করেন এই বন কর্মকর্তা৷

Share Now

এই বিভাগের আরও খবর