চাঁদপুরে গলায় ডিম আটকে শিশুর মৃত্যু
সময়: 11:56 am - February 13, 2025 |

মানব কথা: চাঁদপুরের হাজীগঞ্জে গলায় ডিম আটকে গিয়ে মেহেজাবিন আক্তার নামের ২৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
নিহত মেহেজাবিন উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর এলাকার মোহাম্মদ উল্যাহ্র মেয়ে।
জানা গেছে, সকালে বাড়িতে শিশু মেহজাবিন ডিম খাচ্ছিল।
এ সময় তার গলায় ডিম আটকে যায়। সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান কালের কণ্ঠকে জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, খাওয়ার সময় তার গলায় ডিম আটকে যায়। হাসপাতালে আসার আগেই শিশুটি মারা যায়।