প্রস্তুতি ম্যাচে ২০২ রানে অলআউট বাংলাদেশ

সময়: 12:41 pm - February 17, 2025 |

মানব কথা: সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনস বা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৩৮.২ ওভারে ২০২ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ।

রান পাননি টপ অর্ডারের তানজিদ তামিম ও নাজমুল শান্ত। ওপেনার সৌম্য সরকার ও চারে ব্যাট করতে নামা মেহেদী মিরাজ সেট হলেও বড় ইনিংস খেলতে পারেননি। পাকিস্তানের ওসামা মীর ১০ ওভারে ৬০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছে বাংলাদেশকে।

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ রানে প্রথম উইকেট হারায়। তানজিদ তামিম ৬ রান করে ফিরে যান। দলের রান ৫০ হলে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল শান্ত। তিনি সময় নিয়ে খেলার চেষ্টা করলেও ব্যর্থ হন। ২১ বলে করেন ১২ রান।

ওপেনার সৌম্য পরেই সাজঘরে ফেরেন। তিনি ৩৫ করে রান আউট হন। ৫৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন মিরাজ। তিনটি চারের শট খেলেন। তিনি ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন। তার আগে ফিরে যাওয়া তাওহীদ হৃদয় ৩৩ বলে ২০ রান করেন। মুশফিকুর রহিম ৭ রান করে ফিরে যান।

পরে জাকের আলী (৪) ও রিশাদ হোসেন (১৪) ব্যর্থ হলে দুইশ’ রানের আগে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ দল। তানজিম সাকিব ২৭ বলে ৩০ রানের ইনিংস খেলে দলের রান দুইশ’র ওপরে নেন। এছাড়া নাসুম খেলেন ১৫ রানের ইনিংস।

Share Now

এই বিভাগের আরও খবর