ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

সময়: 11:38 am - February 23, 2025 |

মানব কথা: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছিল পাকিস্তান। ওই ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। ইনজুরিতে পড়া ফখর জামানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইমাম উল হক।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে ভারত। আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে টিম ইন্ডিয়া।

এখন পর্যন্ত সব মিলিয়ে ১৩৫ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে পাকিস্তান-ভারত। এর মধ্যে পাকিস্তানের জয় ৭৩টিতে, ভারতের জয় ৫৭টিতে। ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়।

পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্ষিত রানা, মোহাম্মদ সামি ও কুলদীপ যাদব।
সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর