ঢাবি ক্যাম্পাসে ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

সময়: 12:14 pm - February 24, 2025 |

মানব কথা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মোড়ে রাস্তার পাশ থেকে প্লাস্টিক ব্যাগে মোড়ানো একদিন বয়সী মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করার কথা জানিয়েছে শাহবাগ থানা।

এ বিষয়ে শাহবাগ থানার এসআই মাহমুদুল হাসান বলেন, প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতকটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পরই ওই নবজাতকটিকে কে বা কারা ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে‌।

Share Now

এই বিভাগের আরও খবর