ঢাকাস্থ সোনাইমুড়ী ফোরামের আহবায়ক কমিটি গঠিত

সময়: 12:37 pm - March 2, 2025 |

একেএম মহিউদ্দিন, বিশেষ প্রতিনিধি: রাজধানী ঢাকায় নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা ফোরাম গঠন করা হয়।
২৭ ফেব্রুয়ারী-২৫ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলের স্থানীয় একটি মিলনায়তনে সোনাইমুড়ীর মান্যগণ্য ব্যক্তিবর্গকে নিয়ে
একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন উপস্থিত জনতা এতে জনাব মোঃ হিফজুর রহমানকে আহবায়ক এবং মোহাম্মদ আলী মিরণকে সদস্য সচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুল কাইয়ুমকে যুগ্ন সচিব এবং হারুনুর রশিদকে অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এতে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব হানিফ মোল্লা, সেক্রেটারি আব্দুল বাকের, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাহাব উদ্দিন, পৌরসভার সেক্রেটারি ফজলুল হক এবং হাফেজ আনিসুর রহমান প্রমূখ।
অতিথিগন তাদের বক্তব্যে বলেন, আমরা ঢাকায় যার যার কর্ম ব্যস্ততা নিয়ে থাকি তাই এখানে আমাদের একটা ইউনিটির প্রয়োজন তাই আমরা মাঝে মধ্যে একত্রিত হলে একটু হৃদ্ধতা বাড়বে পাশাপাশি এলাকার খোজখবর ছাড়াও আত্নীয়তার বন্ধন বৃদ্ধি পাবে,ইনশাআল্লাহ।

তাই আশাকরি যারা ঢাকায় অবস্থান করছি সবাই এই ফোরামে সদস্য হয়ে যুক্ত থাকবেন এবং যার যার অবস্থান থেকে এলাকায় সামাজিক বন্ধন বৃদ্ধি করবেন।

এছাড়াও সভায় আগামী ১৫ ই মার্চ -২৫ শনিবার ঢাকায় একটি ইফতার মাহফিল বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর