ঢাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানি : যুবকের জামিন

সময়: 10:15 am - March 6, 2025 |

মানব কথা: রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার হওয়া ওই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সহকারী বুক বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় জামিনের এ আদেশ দেন। এছাড়া এ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

শাহবাগ থানার (নারী ও শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।

আসামিপক্ষ জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় আসামিপক্ষের তার আইনজীবী আজমত হোসাইন জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, আসামি ঘটনার সঙ্গে জড়িত না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূর্ণভাবে নির্দোষ, নিরপরাধ।

তার জামিন মঞ্জুরের প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুরের আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ওই ছাত্রী গতকাল বুধবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় জাদুঘরের সামনে থেকে বন্ধুর সঙ্গে হেঁটে ক্যাম্পাসে যাচ্ছিলেন। রাজু ভাস্কর্যের সামনে পৌঁছলে মোস্তফা আসিফ অর্ণব ওই ছাত্রীর সামনে আসেন। পর্দা করেনি কেন বলে প্রশ্ন করেন।

ওড়না ঠিক নেই কেন— বলাসহ আরো কুরুচিপূর্ণ কথা বলে তাকে যৌন নিপীড়ন করেন।

পরে ওই ছাত্রী প্রক্টরকে মোবাইলে কল দিতে চাইলে অর্ণব দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রী শাহবাগ থানায় শ্লীলতাহানির মামলা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর