জাতিসঙ্ঘ মহাসচিবের সাথে বৈঠক শেষে যা জানালেন মির্জা ফখরুল

সময়: 9:53 am - March 15, 2025 |

মানব কথা: জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাথে গোলটেবিল বৈঠক করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসঙ্ঘের ঢাকা অফিসের উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংস্কার সম্পর্কে জাতিসঙ্ঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। আমরা তাকে বলে এসেছি সংস্কারের বিষয়ে। আর সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরাই আগে বলেছি।’

তিনি আরো বলেন, ‘আমরা বলেছি, নির্বাচনকেন্দ্রিক যে সংস্কারগুলো আছে, তা দ্রুত শেষ করতে হবে। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো (সংস্কার) শেষ হবে।

এ বিষয়ে জাতিসঙ্ঘ মহাসচিব কোনো মন্তব্য করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি কোনো কমেন্ট (মন্তব্য) করেননি।’

আপনারা জাতিসঙ্ঘ মহাসচিবকে নির্বাচন বিষয়ে কোনো টাইম ফ্রেম দিয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এখানে টাইম ফ্রেমের কথা বলা কোনো প্রয়োজন নেই, নির্বাচন তো আমাদের অভ্যন্তরীণ বিষয়। টাইম ফ্রেমের কথা কেন তাদেরকে বলব?’

Share Now

এই বিভাগের আরও খবর