দেওয়ানগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১

সময়: 3:03 pm - March 19, 2025 |

দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাধীন বাহাদুরাবাদ ফুটানি বাজার নৌকা ঘাটে ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুর রহমান(৩৩)নামে একজনকে আটক করে আনসার ভিডিপি সদস্যরা সোমবার ১৭ মার্চ বিকেলে। আটককৃত মাদক ব্যবসায়ী বাড়ী গাইবান্ধা জেলা।

আনসার ভিডিপি সদস্য’রা জানান, মীরবহর শাহাদাৎ হোসেন , জেলা কমান্ড্যান্ট ,আনসার ও ভিডিপি , জামালপুর এবং মনসুর , সহকারী জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, জামালপুর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে সাথে নিয়ে বাহাদুরাবাদ ফেরিঘাট আনসার গার্ড পরিদর্শন করেন। সেখানে আনসার গার্ড পরিদর্শন শেষে বাহাদুরাবাদ ফেরিঘাট এ যান‌। পরিদর্শন কালে শ্যালো চালিত ফেরির মধ্যে জৈনক ব্যক্তি আব্দুর রহমান গাঁজা সেবন করছিলেন এবং জৈনক ব্যক্তিকে সার্চ করে তার নিকট প্রায় ১০০ গ্রাম গাজা পাওয়া গিয়েছে। এ সময় উপজেলা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি ,জামালপুর তাদের নজরে আসলে উপস্থিত আনসার পিসি বিআইডব্লিউটিএ ও আনসারগণ জেলা কমান্ড্যান্টের নির্দেশে লোকটিকে গ্রেফতার করে বাহাদুরাবাদ ফেরিঘাট সেনা ক্যাম্পে ক্যাম্প কমান্ডারের নিকট হস্তান্তর করলে ক্যাম্প কমান্ডার দেওয়ানগঞ্জ থানা হস্তান্তর করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, মাদক ব্যবসায়ীকে আমাদের কাছে হস্তান্তর করা হলে মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর