তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

সময়: 11:56 am - March 22, 2025 |

মানব কথা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সময় এখনও নির্ধারিত হয়নি। উপযুক্ত সময় এলে তিনি দেশে ফিরবেন।”

শনিবার (২২ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব এবং মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে, যা মূলত বিএনপির ৩১ দফা গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাবনার উপর ভিত্তি করে তৈরি। এই প্রস্তাবগুলো গণঅভ্যুত্থান থেকে অনেক আগেই ২০২৩ সালের ১৩ জুলাই উত্থাপন করা হয়েছিল। তিনি আরও বলেন, গণতান্ত্রিক শক্তির মাধ্যমে বৃহত্তর ঐক্য গঠন করে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত এবং বাস্তবায়ন করা প্রয়োজন, যা একটি নির্বাচিত সংসদের মাধ্যমে সাংবিধানিক ও আইনি ভিত্তি পাবে।

এ সময়, বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সরকারের কর্মপরিকল্পনায় কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য যেন না থাকে, সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য দেশ ও জনগণের মূল শক্তি, এবং এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে দেশের উন্নয়ন এগিয়ে নিতে হবে। এর কোনো বিকল্প নেই। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই ঐক্যের চর্চা অব্যাহত রাখতে হবে, যাতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য এবং গণঐক্য অক্ষুণ্ণ থাকে।

Share Now

এই বিভাগের আরও খবর