‘ড. ইউনূসের চীন সফরে কোনো চুক্তি নয়, সমঝোতা হবে’

সময়: 1:06 pm - March 23, 2025 |

মানব কথা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে দেশটির সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তোহিদ হোসেন। তিনি জানান, এই সফরে দেশটির সাথে কয়েকটি সমঝোতা স্মারকে সই হতে পারে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার চীন সফরে কোন চুক্তি নয়, কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।’
ইউনূস-মোদির বৈঠক নিয়ে এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি

আগামী ২৬ মার্চ ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে ড. মুহাম্মদ ইউনূসের প্রথম চীন সফর।

প্রধান উপদেষ্টার এ সফরে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানান, সফরটি মাইলফলক হবে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চীনের আন্তর্জাতিক ফোরাম জিডিআইতে যুক্ত হওয়ার বিষয়ে কোনো জটিলতা দেখছি না। তবে এ সফরেই এ সংক্রান্ত কোনো চুক্তি হবে কি না, তা এখনও নির্ধারিত হয়নি।

থাইল্যান্ডের বিমসটেক সামিটের সাইড লাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে ঢাকার প্রস্তাবে এখনও দিল্লি কোনো উত্তর দেয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

Share Now

এই বিভাগের আরও খবর