এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বীকে জেলে পাঠালেন আদালত

মানব কথা: তুরস্কের আদালত দুর্নীতির অভিযোগে বিচারাধীন ইস্তাম্বুলের মেয়র, ইকরাম ইমামোগলুকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে, যা দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও বিভিন্ন সম্প্রচারমাধ্যমের মাধ্যমে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিরোধী সবচেয়ে বড় রাজনৈতিক বিক্ষোভের সূত্রপাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমানে ইমামোগলু, এরদোয়ানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত, এবং তাকে কিছুদিন আগে দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়। রবিবার, তাকে জেলে পাঠানোর আগে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ও হাজার হাজার বিক্ষোভকারী, পাশাপাশি ইউরোপীয় নেতারা, এই পদক্ষেপকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগণতান্ত্রিক’ বলে সমালোচনা করেছেন, জানিয়েছে রয়টার্স।
‘ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু নেতানিয়াহু’
তুরস্কের সরকারি কৌঁসুলিরা গত সপ্তাহে ইমামোগলুর বিরুদ্ধে দুটি তদন্ত শুরু করেন। দুর্নীতির অভিযোগে হওয়া তদন্তের অংশ হিসেবে ৫৪ বছর বয়সী ইমামোগলু ও তার সঙ্গে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে, বলে জানিয়েছে আদালত।
কয়েকটি জরিপে, ইমামোগলু জনপ্রিয়তায় এরদোয়ানের চেয়ে এগিয়ে থাকলেও, তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেন, “এগুলো অকল্পনীয় অভিযোগ ও অপবাদ।”