সালমানের বিরুদ্ধে শাকিব খানকে নকল করার অভিযোগ

সময়: 10:50 am - March 24, 2025 |

মানব কথা: ঈদুল ফিতর উপলক্ষে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘সিকান্দার’। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেলার। এমনকি অগ্রিম বুকিংও শুরু হয়েছে। এসবের মাঝেই বিতর্কে জড়ালেন ভাইজান। তাঁর বিরুদ্ধে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠেছে! এই বিতর্কে সরগরম সামাজিকমাধ্যম।

সম্প্রতি প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিকান্দার ছবির ‘জোহরা যবিন’ গানটি শেয়ার করার পরই এই সমালোচনার শুরু। সেই গানটি দেখেই নেটিজেনদের অভিযোগ, সালমান নাকি শাকিবকে নকল করেছেন!

২০২৩ সালে মুক্তি পায় শাকিব খান অভিনীত ছবি ‘প্রিয়তমা’। এর ‘কোরবানি কোরবানি’ গানে শাকিবের পোশাক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন সালমান! সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গেই নেটিজেনরা সালমানের ‌জোহরা যবিন’র মিল খুঁজে পাচ্ছেন!

শাকিবের প্রিয়তমার সব কিছুই নাকি নকল করেছেন সালমানশাকিবের প্রিয়তমার সব কিছুই নাকি নকল করেছেন সালমান! ছবি: সংগৃহীত

যদিও সালমানের মুক্তি প্রতীক্ষিত ছবির গানটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এর মধ্যেই সিনেমাটির বিরুদ্ধে ‘নকলের’ অভিযোগ সমালোচকদের।

সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন সিকান্দার পরিচালক মুরুগাদোসের বিরুদ্ধে। এদিকে, তাঁর এই পোস্টের বিরুদ্ধেও সরব হয়েছেন অনেকে। তাঁদের দাবি, ‘পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’

আবার কেউ লিখেছেন, ‘ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতে পারবে না!’

সপ্তাহ দুয়েক আগে মুক্তি পায় জোহরা যবিন গানটি। প্রীতমের সুরে এটি গেয়েছেন নাকাশ আজিজ। লিখেছেন সমীর ও দানিশ সাবরি।

প্রসঙ্গত, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩০ মার্চ মুক্তি পাবে সালমান খান অভিনীত সিকান্দার। এতে অভিনেতার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা।

সূত্র: টাইমস নাউ

Share Now

এই বিভাগের আরও খবর