চাটখিল উপজেলা প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভা

সময়: 12:38 pm - March 27, 2025 |

আনিছ আহম্মদ হানিফ: নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় কর্মরত সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনদের সম্মানে, চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) সন্ধ্যায় চাটখিল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ইফতার ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহম্মদ হানিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী।

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলা সেক্রেটারি নূর হোসেন রিয়াজ, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন, ইসলামী ব্যাংক চাটখিল শাখা ব্যবস্থাপক এ কে এম গিয়াস উদ্দিন, দৈনিক কালবেলা পত্রিকার চাটখিল উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবুল কালাম আজাদ, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, বৈষম্য বিরধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘সাংবাদিকেরা সমাজের আয়না স্বরূপ। প্রশাসনের সাথে তাদের সম্পর্ক অত্যান্ত নিবিড়। সাংবাদিকরা প্রশাসনিক কাজে তথ্য দিয়ে সহায়তা করে থাকেন।’

Share Now

এই বিভাগের আরও খবর