সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ডান হাত ফ্যসিস্টদের দোসর শামছুজ্জামানের অপকর্ম

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগর উপজেলার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এরন ডান হাত-ফ্যসিস্ট সরকারের দোসর মোঃ শামছুজ্জামানের অপকর্ম ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ।
উপজেলার বাঙ্গরা বাজারের পীর কাশিমপুর গ্রামের বাসিন্ধা মোঃ শাছুজ্জামান,পিতা মোঃ ফজলুল হক। তিনি গত (১ জুন ২০২২) তারিখে কোডেরপাড় আদর্শ কলেজ গভনিং বডির সভাপতি নির্বাচি হয় যার মেয়াদ ছিল ২ বছর।
জানা গেছে, সে ফ্যাসিষ্ট সরকারের আমলে মুরাদনগরে ইউসুফ আব্দুল্লাহ হারুন এর মাধ্যমে অবৈধ আর্থিক সুযোগ সুবিধা নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। তার প্রত্যক্ষ মদদে পীর কাশিমপুর গ্রামে মাদক ব্যবসা চলমান রয়েছে।
গত (১২মার্চ ২০২৫) তারিখ পীর কাশিমপুর রাইছাতুন নেছা উচ্চ বিদ্যালয় (EIIN:105989)মুরাদনগর, কুমিল্লা এর এডহক কমিটির সবাপতি হিসাবে মোঃ সাজেদুল ইসলামকে অনুমোদন দেয়া হয়। মোঃ শামছুজ্জামানের ষড়যন্ত্রের মাধ্যমে বেকডেট ফাইল স্বাক্ষর করিয়ে (১১ মার্চ ২৫) তারিখে কুমিল্লার ডিসির মাধ্যমে তার নাম কুমিল্লা বোর্ডে পাঠায়। (১৯ মার্চ ২৫) তারিখ শামছুজ্জামানকে এডহক কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হয়। মোঃ শামছুজ্জামানের এমন কার্যকলাপে পীর কাশিমপুর গ্রামবাসী অতিষ্ঠ।
স্থানীয়রা জানায়, শামছুজ্জামান পীর কাশিমপুর গ্রামকে ধংষের দিকে ঠেলে দিচ্ছে। ফ্যাসিস্ট সরকারে দোসর মো: শাসুজ্জামান কে সভাপতি পদ হতে অপসারন করা না হলে সে স্কুলটিকে ধ্বংস করে ফেলবে।
উল্লেখ্য যে ফ্যাসিস্ট সরকারের আমলে শামছুজ্জামান এর মদদে এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলী জমি হতে মাটি কাটা হতো । তার সাথে এমপি উইসুফ হারুনের ঘনিস্টতা থাকায় কেউ ভয়ে মুখ খুলত না।