যশোরে সড়ক দূর্ঘটনায় শিশুকন্যাসহ বাবা নিহত, সন্তানসহ মা হাসপাতালে

সময়: 2:51 pm - April 3, 2025 |

মানব কথা: যশোরে বাসের ধাক্কায় বাইক আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন; আহত হয়ে আরেক মেয়েসহ মা হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার বিকালে শহরতলীর পুলেরহাট বাজারে এ ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান স্থানীয়দের বরাতে জানান।
জুলাই-আগস্টের বিচার বানচালে ষড়যন্ত্রের তথ্য-প্রমাণ পেয়েছি: চিফ প্রসিকিউটর

নিহতরা হলেন, খুলনার মজগুন্নী এলাকার মো. রুবেল (৩৪) ও তার মেয়ে ঐশী (১০)। আহত হয়েছেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও তাদের সাড়ে চার বছর বয়সি অপর মেয়ে সায়েবা এবং পথচারী কৃষ্ণবাটি গ্রামের ওসমান (১৯)।

আহত জেসমিন বলেন, তার বাবার বাড়ি শার্শার বহিলাপোতা থেকে বাইকে স্বামীর বাড়ি খুলনার মজগুন্নী যাওয়ায় পথে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট বাজারে এ ঘটনা ঘটে। ঈদের ছুটিতে তারা বহিলাপোতায় গিয়েছিলেন।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান স্থানীয়দের বরাতে জানান, বিকাল সোয়া ৫টার দিকে বেনাপোলগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা রুবেলের বাইকটিকে ধাক্কা দেয়। এতে বাইক থেকে পড়ে ১০ বছর বয়সি ঐশীর মাথা বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রুবেলকেও মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পথচারী ওসমানকে ধাক্কা দেয়। তখন স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ গিয়ে আগুন-পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে চালক পালিয়ে যান।

Share Now

এই বিভাগের আরও খবর