ফ্যাসিবাদের মুখাকৃতি’তে আগুন, আনন্দ শোভাযাত্রা হওয়া নিয়ে শঙ্কা

মানব কথা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পয়লা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’তে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটিফটি সম্পূর্ণ পুড়ে গেছে।
শনিবার (১২ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন।
নববর্ষে আনন্দ শোভাযাত্রা হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে অধ্যাপক মো. আজহারুল ইসলাম চঞ্চল বলেন, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে। একইসাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে। আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে আগুন লাগানো হয়েছে৷
তিনি আরও বলেন, আমরা ফজরের নামাজের পরেই খবর পাই। কিন্তু ফায়ারসার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায়। আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছে। তবে কে বা কারা করেছে তা জানা যায়নি৷ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। সিসিটিভি দেখে অপরাধীদের শনাক্ত করা হবে।
ঘটনাটি উদ্দেশ্যমূলক কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তাই তো মনে হচ্ছে। এর আগে তো এমন হয়নি। আমরা খুবই বিপর্যস্ত।’
প্রতিকৃতিগুলো নতুন করে বানানো হবে কি না জানতে চাইলে চারুকলা অনুষদের ডিন বলেন, ‘র্যালি হবে কি না আমরা জানি না। বিশ্ববিদ্যালয় আলোচনায় বসেছে, আমরা বসেছি। কথা বলছি। পরে জানাব।’