এবার বাংলাদেশে আসছেন সামিত সোম

মানব কথা: জামাল ভূঁইয়া, তারেক কাজী, হামজা চৌধুরীর মতো প্রবাসী ফুটবলার হিসেবে সামিত সোমের অন্তর্ভুক্তি হচ্ছে বাংলাদেশ ফুটবলে। লাল-সবুজের হয়ে খেলতে সম্মত হয়েছেন তিনি।
অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই হামজা ভারতের বিপক্ষে শিলংয়ে খেলে ফেলেছেন নিজের প্রথম ম্যাচ। এবার আরো একজন নতুন ফুটবলার পাচ্ছে টাইগাররা।
জামাল ভূঁইয়া, তারেক কাজী, হামজা চৌধুরীর মতো প্রবাসী ফুটবলার হিসেবে সামিত সোমের অন্তর্ভুক্তি হচ্ছে বাংলাদেশ ফুটবলে। লাল-সবুজের হয়ে খেলতে সম্মত হয়েছেন তিনি। শুক্রবার (১১ এপ্রিল) নিজের সিদ্ধান্ত জানান সামিত।
আলোচনা অবশ্য আগে থেকেই চলছিল। হবে হবে করেও সব কিছু আটকে যাচ্ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে দুই সপ্তাহ সময় নিয়েছিলেন সামিত সোম। অবশেষে আজ জানিয়ে দেন প্রস্তুত তিনি।
সূত্র জানিয়েছে, সামিত হ্যাঁ বলায় রোববার থেকে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করবে বাফুফে। এ বিষয়ে আজ বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম বলেন, ‘সামিত আমাদের জানিয়েছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়ায় এগোতে হবে, কত দিন লাগবে এসব জানতে চেয়েছে সে।’
এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী সময়ে ম্যাচ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন। সেই ম্যাচের আগেই সামিতের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে। যদিও অনেক নিয়ম-নীতির মধ্য দিয়ে যেতে হবে তাকে।
২৭ বছর বয়সী বাংলাদেশী বংশোদ্ভূত সামিতের জন্ম কানাডায়। মা-বাবা দু’জনই বাংলাদেশী। ফলে তার বাংলাদেশী পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না। তবে সমস্যা হতে পারে ফিফা।
সামিত ২০২০ সালে কানাডার জাতীয় দলের জার্সিতে দু’টি ম্যাচ খেলেন। কানাডার জাতীয় দলের হয়ে খেলায় ফিফার অনুমতি পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। তবে বাফুফে চাইছে যতটা পারা যায়, দ্রুত তা সমাধান করতে।
শুধু জাতীয় দল নয়, ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাতটি ও ২০১৮ সালে অনূর্ধ্ব-২১ দলের হয়ে সামিত খেলেছেন চারটি ম্যাচ। তাছাড়া কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে খেলেন এই মিডফিল্ডার।