চকরিয়ায় বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

সময়: 9:28 am - April 14, 2025 |

মানব কথা: কক্সবাজারের চকরিয়ায় লোকালয়ে দলছুট বন্য হাতির হানায় এক যুবকের মৃত্যু হয়েছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার (১৩ এপ্রিল) দিবাগত সাড়ে ১২ টায় চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল করিম (৩৮) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রোববার মধ্যরাতে চকরিয়ার দক্ষিণ সুরাজপুর এলাকায় বন্য হাতির একটি দল লোকালয়ে ঢুকে পড়ে। এসময় হাতির দলটিকে তাড়াতে স্থানীয় লাঠি জড়ো হন। এতে জড়ো হওয়া কেউ কেউ হাতিগুলোকে লক্ষ্য করে ঢিলও ছুড়েন। এক পর্যায়ে একটি হাতি দলছুট হয়ে জড়ো হওয়া লোকজনের দিকে তেড়ে আসে।

এ সময় তাড়া খেয়ে পালানোর সময় আব্দুল করিম নামের এক যুবক হাতিটির সামনে পড়েন। এতে হাতিটি তাকে শুঁড়ে জড়িয়ে আঁছাড় মারে এবং পদপিষ্ট করে বলেও জানান বনবিভাগের এ রেঞ্জ কর্মকর্তা। তিনি বলেন, পরে হাতিটি সেখান থেকে চলে যাওয়ায় স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল করিমকে উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চমেকে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

সরকারের বিধি মোতাবেক ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন মো. মেহেরাজ উদ্দিন।

চকরিয়া থানা পুলিশ জানায়, দক্ষিণ সুরাজপুরে বন্যহাতির হানায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর