৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

সময়: 11:29 am - July 2, 2025 |

মানব কথা: প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে উদযাপন এবং এ দিনে সাধারণ ছুটি থাকবে—এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উক্ত দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর তারিখের পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

৫ আগস্টকে জাতীয়ভাবে পালনের পাশাপাশি দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর