আর্সেনিক বিশেষজ্ঞ ডা. শিবতোষ রায়ের চব্বিশতম মৃত্যুবার্ষিকী

সময়: 12:20 pm - July 2, 2025 |

মানব কথা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডা. শিবতোষ রায়ের চব্বিশতম (২৪তম) মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের এই দিনে, রংপুরের তারাগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

ডা. রায় ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ। মৃত্যুর সময় তিনি অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (CSIRO), ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগ এবং ঢাকা কমিউনিটি হাসপাতালের যৌথ গবেষণার অংশ হিসেবে আর্সেনিক রোগী সনাক্ত করতে দেশের উত্তরাঞ্চলে কর্মরত ছিলেন।

দিনাজপুরে গবেষণার কাজ শেষ করে ফেরার পথে তারাগঞ্জের সন্নিকটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই বরেণ্য বিজ্ঞানী।

আর্সেনিকজনিত রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা ও গবেষণায় ডা. রায়ের অসামান্য অবদান রয়েছে। দেশের ৬৪ জেলার অসংখ্য গ্রামে তিনি সরেজমিনে কাজ করেছেন। ঢাকা কমিউনিটি হাসপাতালে আর্সেনিক রোগীদের চিকিৎসা সেবায়ও তিনি ছিলেন অগ্রগামী।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার গ্রামে জন্মগ্রহণকারী ডা. রায় মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫১ বছর। তিনি স্ত্রী, কন্যা সেঁজুতি (১৪) ও শ্রাবন্তী (১৩), পিতামাতা এবং বহু গুণগ্রাহী রেখে যান।

প্রতি বছর ২ জুলাই, ঢাকা কমিউনিটি হাসপাতালসহ তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা ডা. রায়কে গভীর শ্রদ্ধায় স্মরণ করে। তাঁর আত্মার শান্তি কামনায় নিজ বাসভবন ও পারিবারিক মন্দিরে আয়োজন করা হয় ধর্মীয় অনুষ্ঠানেরও।

Share Now

এই বিভাগের আরও খবর