ফ্লাইওভারে বাসের ধাক্কায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর, স্বামী আহত

মানব কথা: রাজধানীর হানিফ ফ্লাইওভারে মঞ্জিল পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অন্তঃসত্ত্বা নারী মোছা. মেহেরুন্নেসা ঝুমি (২২) নিহত হয়েছেন। তার স্বামী ও মোটরসাইকেলচালক মুসা কলিম উল্লাহ (২৬) আহত হন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে মেহেরুন্নেসাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহত ঝুমির বাড়ি চাঁদপুরের কচুয়া থানার গাগড়া গ্রামে। তিনি রাজধানীর মাতুয়াইল মুসলিম নগরে স্বামী ও চার বছরের কন্যাসন্তানকে নিয়ে বসবাস করতেন।
স্বামী কলিম উল্লাহ জানান, স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় হানিফ ফ্লাইওভারে পেছন থেকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে যান।
তিনি আরও বলেন, “আমরা রাস্তায় পড়ার পর বাসটি আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এতে আরোহী মো. রানা (২৫) আহত হন।”
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনা সম্পর্কে ওয়ারী থানাকে অবহিত করা হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী চালক শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণে কাজ করছে।