ওয়ানডে র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

সময়: 1:39 pm - August 11, 2025 |

মানব কথা: গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় পেয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করেছিল বাংলাদেশ। দশম স্থান থেকে উঠে নয়ে অবস্থান করেছিল টাইগাররা। তবে এরপর থেকে ওয়ানডে খেলেনি বাংলাদেশ। খেলায় অনীহা ও বিরতির কারণে আবারও পিছিয়ে পড়েছে লাল-সবুজের দল।

সোমবার (১১ আগস্ট) প্রকাশিত আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ আবারও এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে মেহেদী হাসান মিরাজ নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে ৫ উইকেটে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে জিতে এই দলের র‌্যাংকিং বেড়ে নবম স্থানে উন্নীত হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পাকিস্তান এক ধাপ নিচে নেমে পঞ্চম স্থানে অবস্থান করছে। শ্রীলঙ্কা র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করে চতুর্থ স্থানে উঠে এসেছে।

র‌্যাংকিংয়ে শীর্ষ তিন অবস্থানে রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট সমান ছিল ৭৭, তবে ভগ্নাংশের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৮।

আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য এই র‌্যাংকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেরা ছয় দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। বাকি দলগুলো বাছাইপর্ব থেকে খেলার সুযোগ পাবে। ২০২৭ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

Share Now

এই বিভাগের আরও খবর