আইনগতভাবে শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো বাধা নেই: সারজিস

সময়: 8:11 pm - October 26, 2025 |

মানব কথা: শাপলা প্রতীক পেতে এনসিপিকে যদি রাজপথে নামতে হয়, তাহলে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেছেন, শাপলা প্রতীকের জন্য যদি এনসিপিকে রাজপথের কর্মসূচিতে যেতে হয়, তাহলে এনসিপি একই সঙ্গে এই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের আন্দোলনেও যাবে। নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন নিজের সক্ষমতা ও নিরপেক্ষতার প্রমাণ এখনো পর্যন্ত কথা ও কাজের মাধ্যমে দিতে পারছে না।

ভোটের পরিবেশ-আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিলেন কমনওয়েলথ প্রতিনিধিরা

রোববার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভার মধ্যাহ্ন বিরতিতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো বাধা নেই। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে স্বেচ্ছাচারিতা করছে এবং পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমরা অভ্যুত্থান-পরবর্তী নির্বাচন কমিশনের কাছ থেকে এ ধরনের স্বেচ্ছাচারদুষ্ট আচরণ কখনো প্রত্যাশা করি না।

‘তারা যদি তাদের জায়গা থেকে স্বাধীন-স্বকীয়তা প্রদর্শন না করতে পারে, তাহলে আগামীর নির্বাচনে তাদের ওপর আমাদের আস্থা রাখতে পারব না। আমরা মনে করি, তাদের নিরপেক্ষতা কাজে এবং কথার মাধ্যমে প্রমাণ করতে হবে। যদি এনসিপিকে শাপলা প্রতীক পেতে রাজপথের কর্মসূচিতে যেতে হয়, তাহলে এনসিপি ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে।’

তিনি বলেন, আমরা মনে করি, আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক। এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক। আমরা এটাও মনে করি, জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গা থেকে তরুণ প্রজন্মের এনসিপির অংশগ্রহণ আবশ্যক।

জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে শুধু কয়েকটি আসনের জন্য এনসিপি নির্বাচনে কারো সঙ্গে জোটবদ্ধ হবে না বলেও মন্তব্য করেন সারজিস।

তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে যদি নির্বাচনে এনসিপি কারো সঙ্গে জোট করে, তাহলে এনসিপি নাম নিয়ে শাপলা প্রতীকেই নির্বাচন করবে।

কার সঙ্গে জোট হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা, বিচার নিষ্পন্নের প্রক্রিয়া চলমান রাখা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখা, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক দলগুলির সঙ্গেই কেবল এনসিপি নির্বাচনি জোট করতে পারে।

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে এনসিপি নেতা বলেন, আমরা এখনো আপোষহীন। অন্যান্য দল শুধু নির্বাচনমুখী আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর করেছে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জারি করা হলে এনসিপি তাতে স্বাক্ষর করবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির, ও সাঈদ উজ্জ্বল, কেন্দ্রীয় সদস্য দিদার শাহ।

Share Now

এই বিভাগের আরও খবর