চাটখিল পৌর কিচেন মার্কেট (তোহা বাজার) উদ্বোধন

সময়: 1:01 pm - November 20, 2025 |

আনিছ আহম্মদ হানিফ:দীর্ঘ প্রায় ১০ বছরের প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো চাটখিল পৌর কিচেন মার্কেট (তোহা বাজার) এর দ্বিতীয় তলা। বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১১টায় বাজারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তফা কামাল, চাটখিল পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়াল শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমির ও সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দিন, চাটখিল বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক খোরশেদ আলম, প্রচার সম্পাদক ডাক্তার হারুনুর রশিদ, ছাত্র প্রতিনিধি আহমেদ রেদোয়ান সহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়ভাবে আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল একটি কাঁচাবাজারের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতেই নতুন এই কিচেন মার্কেটের যাত্রা শুরু।

চাটখিল পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারটি নির্মাণে প্রায় এক দশক সময় লেগে গেলেও এর ফলে চাটখিলবাসী একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত কাঁচাবাজার উপহার পেল। এতে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন।

পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, “চাটখিল পৌর কিচেন মার্কেট বহুদিন ধরে অবহেলিত ছিল। এলাকাবাসীর সুবিধার্থে এটিকে আধুনিক ও পরিচ্ছন্ন মার্কেট হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করেছি। আজ এর উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
চাটখিল পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় নির্মিত তোহা বাজার আগামী দিনগুলোতে স্থানীয় অর্থনীতি ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর