চাটখিলে ৫ দফা দাবিতে ১০-২০ তম গ্রেডের সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
আনিছ আহম্মদ হানিফ: ১০থেকে২০তম গ্রেডের সরকারি কর্মচারীবৃন্দদের ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল ঘোষনা ও বাস্তবায়ন, গ্রেড সংখ্যা হ্রাস করে বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে নোয়াখালীর চাটখিলে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চাটখিল উপজেলায় কর্মরত ১০ থেকে ২০ গ্রেডের কর্মচারীবৃন্দরা ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে স্মারকলিপি পেশ করেন।
আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসের (ইই,স,ক) মোঃ রফিক উল্লাহ, প্রকৌশল অফিসের মোঃ আব্দুল হাই, হাসপাতালের প্রতিনিধি আনোয়ার হোসেন রতন, প্রাথমিক স্কুলের প্রতিনিধি সাইফ উদ্দিন, উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রতিনিধি জোবায়ের হোসেন,আলমগীর হোসেন পিংকু, এলজিইডি কার্যালয়ের প্রতিনিধি জাফর উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন আমাদের বেতন অনুপাত ১:৪, পূর্বের ন্যায় ১০০ভাগ পেনশন প্রথা পুনর্বহাল, পূর্বের ন্যায় ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, সকল ভাতা বাজার অনুযায়ী, পদবী ও বেতন বৈষম্য দূর করা ব্লক পোস্ট ধারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি এবং নিয়মিত করতে হবে।
৩০ ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও বৈষম্য নিরসন চাই।
বক্তারা আরো বলেন ডিসেম্বরের মধ্যে তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সাংবাদিকদের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।


















