চাটখিলে থানা লুটের ঘটনা মালামাল সহ ১জন আটক

সময়: 12:15 pm - September 17, 2024 |

আনিছ আহম্মদ হানিফ: নোয়াখালী জেলার চাটখিল উপজেলার গত পাঁচ তারিখে চাটখিল থানা আক্রমণের ঘটনায় মালামালসহ একজনকে আটক করেন থানা পুলিশ।

আজ চাটখিল থানা পুলিশের অভিযানে সকাল ০৬.৩০ ঘটিকায় দুস্কৃতিকারীদের আক্রমনে চাটখিল থানা হইতে লুট হওয়া ০৩টি মোবাইল ফোন, ০২টি ব্যাগ, ০১টি রেইন কোট, ০২টি চার্জার উদ্ধার করে।

চাটখিল থানা সূত্রে সাংবাদিকদের জানান,নোয়াখালী পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জনাব নিত্যানন্দ দাস, সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং জনাব মুহাম্মদ ইমদাদুল হক, অফিসার ইনচার্জ, চাটখিল থানা, নোয়খালী এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র) আবুল খায়ের, এসআই(নিরস্ত্র) ডালিম উদ্দিন মজুমদার সঙ্গীয় অফিসার, ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা করিয়া আসামিকে আটক করেন। উল্লেখ্য যে গত ০৫/০৮/২০২৪ ইং তারিখে দুস্কৃতিকারী গণ সঙ্ঘবদ্ধ হয়ে চাটখিল থানায় আক্রমন করিয়া থানা ভবনের ব্যারাক হইতে লুটকৃত ০৩টি মোবাইল ফোন, ০২টি ব্যাগ, ০১টি রেইন কোট, ০২টি চার্জার চাটখিল থানাধীন চাটখিল পশ্চিম ছয়নী টবগা আলী মিয়া ব্যাপারী বাড়ী ধৃত আসামি রবিউল হাসান প্রকাশ অপি (২৫), পিতা-মোঃ বেলাল হোসেন, সাং-পশ্চিম ছয়ানী টবগা, থানা-চাটখিল, জেলা-নোয়াখালীর বসত ঘরের মধ্য খানের কক্ষ হইতে উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। আসামীর বিরুদ্ধে চাটখিল থানায় মামলা নং-০২, রুজু করা হয় আসামীকে-বিশেষ ক্ষমতা আইনের ধারা ১৯৭৪ এর ১৫(৩)/২ (ঘ) তৎসহ ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৪৪৭/৩০৭/৩৩২/৩৫৩/৩৭৯/৩৮০/৪৪০/৪৩৫/৪৩৬/৩৪ পেনাল কোড অনুযায়ী আসামীকে চালান করবেন। চাটখিল থানার ভারপ্রাত কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক জানান থানায় আক্রমণ অস্ত্র মালামাল লুব্ধুনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত আছে।

Share Now

এই বিভাগের আরও খবর