মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু
মানব কথা: রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রায়পুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ফাতেমা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল ফাতেমার বাড়ির সামনে ধাক্কা দেয়। এ সময় সড়কের ওপর পড়ে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান খান বলেন, ‘দ্রুতগতির একটি মোটরসাইকেল ফাতেমা বেগম নামে এক গৃহবধূকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত ওই গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে এ বিষয়ে জিডি হয়েছে।