চট্টগ্রাম কাস্টমসের নতুন কমিশনার জাকির হোসেন
মানব কথা: নতুন কমিশনার হিসাবে চট্টগ্রাম কাস্টমসে যোগ দিয়েছেন জাকির হোসেন। ১৫ সেপ্টেম্বর তিনি কাস্টমস কমিশনার হিসাবে যোগ দিলেও মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু করেন। এর আগে তিনি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম কাস্টমসে তিনি ফাইজুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। অপরদিকে ফাইজুর রহমানকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা) দক্ষিণে বদলি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো. আহসান উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাকির হোসেনকে নিয়োগ দেওয়া হয়।
মঙ্গলবার অফিস শুরুর প্রথম দিনে নিজ কার্যালয়ে নতুন কমিশনার যুগান্তরকে বলেন, আইন ও বিধিবিধানের মধ্যে থেকে যথাযথ শুল্ক আদায় করতে পারলে কেউ ভিকটিমাইজ হবে না। শুল্ক আদায়ের ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছতার ওপর জোর দেবেন তিনি। বাড়তি বা অতিরিক্ত রাজস্ব আদায় করা তাদের উদ্দেশ্য নয়। কম রাজস্ব আদায় হোক সেটাও তিনি চান না। একইসঙ্গে যে কোনো ফাইলে দ্রুত সঠিক সিদ্ধান্ত প্রদান করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।