বাংলাদেশে বিক্ষোভে বেসামরিক নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

সময়: 6:03 am - October 1, 2024 |

মানব কথা: সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভ দমনকালে মারা যাওয়া বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা মনে করি, সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।’

সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মিলার আরো বলেন, দায়ী যেই হোক না কেন, পূর্ণ জবাবদিহি থাকতে হবে।

গণমাধ্যমভিত্তিক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তারা বাংলাদেশসহ সারাবিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চান।

সূত্র : ইউএনবি

Share Now

এই বিভাগের আরও খবর