আ.লীগ ঘরে ঘরে চাকরির পরিবর্তে মাদকসেবী ও সন্ত্রাসী উপহার দিয়েছে: ব্যারিষ্টার খোকন

সময়: 9:36 am - October 13, 2024 |

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে বন্যা ক্ষতিগ্রস্থ এলাকায় শিক্ষার্থীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ বিএনপির
চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নোয়াখালী-১চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

গতকাল শনিবার সকালে উপজেলার ভীমপুর স্কুল এন্ড কলেজের হল রুমে চাটখিল উপজেলা পৌরসভা কলেজ ও মাদ্রাসা শাখার ছাত্রদলের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

আরো বক্তব্য রাখেন সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের নেতা ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সদস্য শাহাদাত হোসেন মুরাদ,সাবেক সভাপতি ইকবাল মাহমুদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, চাটখিল কামিল মাদ্রাসার ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ খন্দকার প্রমুখ।

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, মিজানুর রহমান, নূরুল হুদা পিন্টু, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন বাহার, মহিন উদ্দিন তরফদার, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিফাত কামাল আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, পৌরসভা যুদলের নেতা মাহবুবুর রহমান জুয়েল, শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ হাজি, পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ মিলন, সদস্য সচিব পারভেজ রানা সহ উপজেলা পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন শেখ হাসিনা বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে। ১৬ বছরে কী করল তারা! কোনো চাকরি দেয় নাই সিলেক্টিভ কিছু লোক ছাড়া, ঘুষের বিনিময়ে ছাড়া। বরং ঘরে ঘরে তারা মাদক দিয়েছে। ঘরে ঘরে তারা সন্ত্রাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন।
তিনি ছাত্র রাজনীতি করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের বিদ্যমান অসামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক পলিসি পরিবর্তনের কথাও বলেন।

চেয়ারম্যানের উপদেষ্টা আরো বলেন, বিসিএস পরীক্ষা দেবেন, সেখানেও দুর্নীতি। চাকরি চাইবেন সেখানেও ঘুষ। সরকারি চাকরিতে ঘুষ ছাড়া চাকরি হয় নাই। এই ছিল রেওয়াজ। অনেক ব্রিলিয়ান্ট ছেলে-মেয়ের গত ১৬ বছর চাকরি হয় নাই। আওয়ামী লীগ করছে যারা, তাদের চাকরি হয়েছে। আমরা সে অবস্থা চাই না।

মাহবুব উদ্দিন খোকন বলেন, তারেক রহমানের যে চিন্তা-চেতনা, বিএনপি যদি ক্ষমতায় আসে, তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশের রাষ্ট্রনায়ক হয় তবে বাংলাদেশের আমূল পরিবর্তন হবে। তারা ১/১১-এর সময় বলেছিল- তারেক রহমান হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। ঘুরেফিরে দেখায় যায় তার এক কোটি ছাব্বিশ লাখ টাকার সম্পদ আছে। আওয়ামী লীগের সব নেতার ক্ষমা চাওয়া উচিত। গত ১৬ বছর তারেক রহমানকে নিয়ে যে মিথ্যা প্রোপাগান্ডা করেছিল দুর্নীতি নিয়ে, আজকে দেখা গেল তা অন্তঃসারশূন্।

Share Now

এই বিভাগের আরও খবর