কক্সবাজারের মহেশখালীতে চর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

সময়: 6:33 am - October 24, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে খালের চরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া খালের আহমদিয়াকাটা চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি কায়সার হামিদ।

মৃতের নাম ও পরিচয় নিশ্চিত হতে না পারলেও তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বিকালে ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া খালের আহমদিয়াকাটা চর এলাকায় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে। লাশের শরীর পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, অন্তত ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।

মহেশখালী থানার ওসি বলেন, দুপুরে জোয়ারের সময় মৃতদেহটি ভেসে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃতদেহটি কোন জেলের হতে পারে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি কায়সার হামিদ

Share Now

এই বিভাগের আরও খবর