ট্রফি নিয়ে দেশে পৌঁছলেন সাফজয়ী নারীরা ফুটবলাররা

সময়: 10:54 am - October 31, 2024 |

মানব কথা: স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী ফুটবলাররা শিরোপা নিয়ে দেশে পৌঁছেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। বুধবার নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদেরহারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা।

বিমানবন্দরে তাদের সাদরে গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) কর্মকর্তারা। সাফজয়ীদের অভ্যর্থনা জানাতে এবারো প্রস্তুত করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি ছাদখোলা বাস।

বাসটিতে চ্যাম্পিয়ন ফুটবলারদের শহর প্রদক্ষিণ করানো হবে বলে জানিয়েছে বাফুফে। এরপর ওই বাসে করে বাফুফে ভবনে আসবেন চ্যাম্পিয়নরা।

এর আগে ২০২২ সালেও দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর