বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

সময়: 9:45 am - November 16, 2024 |

মানব কথা: বাংলাদেশের বিপক্ষে খেলতে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে সম্ভাব্য সেরা দল নিয়েই টাইগারদের মুখোমুখি হবে ক্যারিবীয়রা। যদিও নেই অলরাউন্ডার জেসন হোল্ডার, চোটের কারণে ছিটকে গেছেন তিনি।

দু’টি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ নভেম্বর টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে লড়াই।

এই সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে তারা। সর্বশেষ সিরিজের দল থেকে পরিবর্তন এসেছে চারটি।

চোটের কারণে বাংলাদেশ সিরিজের দল থেকে ছিটকে গেছেন জেসন হোল্ডার। আর ফর্মে থাকা বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতিকে দেয়া হয়েছে বিশ্রাম। তবে দলে ফিরেছেন আলজারি জোসেফ ও কেভিন সিনক্লেয়ার।

সিরিজের আগে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার অবস্থা যেন অনেকটা সমানে সমান। দুই দলই তাদের সর্বশেষ টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যেখানে ক্যারিবীয়রা ১-০ ও বাংলাদেশ হেরেছে ২-০ ব্যবধানে।

তাছাড়া বাংলাদেশ দলেও আছে চোট সমস্যা। চোটের কারণে দলের সাথে নেই মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। মেহেদী মিরাজের অধিনায়কত্বে খেলবে টাইগাররা।

আগামী ২২ নভেম্বর এই সিরিজের প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। ৩০ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট হবে জ্যামাইকায়।

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড :
ক্রেইগ ব্রাথওয়েট, জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিকান।

Share Now

এই বিভাগের আরও খবর