ইসকন নিষিদ্ধের দাবি হাসনাত আবদুল্লাহর

সময়: 1:50 pm - November 27, 2024 |

মানব কথা: আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় টাইগার পাস চত্বরে উপস্থিত ছাত্র-জনতাকে ‘ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’সহ নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে।

তিনি বলেন, আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ভুলে যাইনি আওয়ামী লীগের সহায়তায় ইসকন কিভাবে গত ১৬ বছর বেড়ে উঠে আজকে ‘জঙ্গি’ সংগঠন হিসেবে স্বৈরাচারের সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, ভারতের বুবু, ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাঁই হবে না। ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, বাংলাদেশের প্রত্যেক মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেবে।

এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, চট্টলায় ইসকনের কোনো জায়গা হবে না। আমরা হাসিনাকে দেশছাড়া করেছি। ইসকনকে দেশছাড়া করা আমাদের কাছে হাতের ময়লা।

এ সময় হাসনাত আবদুল্লাহর পাশাপাশি সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ, কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদসহ উপস্থিত সবাই ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর