‘দলের প্রত্যেকটা নেতাকর্মীকে জনাব তারেক রহমানের নির্দেশ মেনে দল করতে হবে’

সময়: 10:51 am - November 30, 2024 |

উপজেলা প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবের লক্ষ্যে ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর ইউনিটের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, সাবেক ছাত্রনেতা বর্তমান উপজেলা বিএনপি নেতা মনির আহমেদ মাস্টার, সঞ্চালনায় মাস্টার জাফর আহমদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আনিছ আহম্মদ হানিফ।

আরো উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নুরুল হুদা পিন্টু, আনিছ আহম্মদ ভেন্ডার, রমনা থানার শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাদক শামসুদ্দোহা লিটন, ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুন্নবী চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল হান্নান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির হোসেন, শুভ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিকদলের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিটি নির্দেশনা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই মেনে চলতে হবে। দলকে সুসংগঠিত করার লক্ষ্যে পাড়া মহল্লায় সবাইকে দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর