মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দুর করতে হবে: ব্যারিস্টার খোকন
নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দুর করতে হবে। অনেকেই মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে চায়না, প্রাথমিক বিদ্যালয়ের সরকারি চাকুরী করতে চায়। মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের মাধ্যমে এই বৈষম্য দুর করতে হবে।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি সোনাইমুড়ী উপজেলার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এসব কথা বলেন।
সোনাইমুড়ী উপজেলা শিক্ষক সমিতির আয়োজিত সভার
উদ্বোধক ছিলেন জেলা বিটিএ সভাপতি মোঃ আবুল কাসেম।
প্রধান বক্তা ছিলেন জেলা বিটিএ সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ।
উপজেলা সভাপতি মোঃ বেল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জাফর উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন টপটেন প্রপার্টিজের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবিএম আবদুল আলীম, জেলা সহ সভাপতি মোঃ নোমান উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ দেলোয়ার হোসেন পিন্টু।
বক্তব্য রাখেন থানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, নিলামহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা