সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

সময়: 11:19 am - December 10, 2024 |

মানব কথা: ওয়ার্নার পার্কে প্রথম ম্যাচে বড় হার দেখেছে টাইগাররা। বলা যায়, এক শেরফানে রাদারফোর্ডের কাছে হেরে গেছে তারা। ৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলে জয় ছিনিয়ে নেন এই ক্যারিবীয়। বাংলাদেশ হেরে যায় ৫ উইকেটে।

আগে ব্যাট করে বাংলাদেশ দল ২৯৪ রান তুলে ৫ উইকেটে। জবাবে ৪৭.৪ ওভারে জয় নিশ্চিত করে স্বাগতিকেরা। যা এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। একইসাথে বাংলাদেশের বিপক্ষে টানা ১১ ওয়ানডে হারের পর তাদের প্রথম জয়।

সেই ধাক্কা সামলে উঠতে উঠতেই আজ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। একই মাঠে বাঁচা-মরার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে সন্ধ্যা সাড়ে ৭টায়। যেখানে আছে একাদশে পরিবর্তনের জোর সম্ভাবনা।

আগের ম্যাচে এতো রান তুলেও হেরে যাওয়ার পেছনে বোলারদের ব্যর্থতার পাল্লাই বেশি ভারি। বিশেষ করে ইনিংসের মধ্যবর্তী সময়ের নিয়ন্ত্রণ নিতে না পারাই কাল হয়েছে। ফলে বোলিং লাইনআপে পরিবর্তন আসতে পারে।

রিশাদ হোসেন উইকেট পেলেও প্রভাব রাখতে পারেননি, তানজিম সাকিবও তাই। ফলে আজ একাদশে অনিশ্চিত তারা। ফিরতে পারেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

এদিকে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে সময়টা সুখকর যাচ্ছে না টাইগারদের। শেষ ছয় ম্যাচের চারটাতেই হার দেখেছে তাসকিন-লিটনরা। হার দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজও। সব মিলিয়ে ব্যাকফুটে থাকবে মেহেদী মিরাজের দল।

আজও যদি খারাপ কিছু হয়, দুঃসময়ের ব্যপ্তি বাড়তেই থাকবে বাংলাদেশের। নিশ্চয়ই সেটা চাইবে না কেউ।

সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Share Now

এই বিভাগের আরও খবর