বোবা হয়ে আছি, বোবা : পলক

সময়: 10:20 am - December 17, 2024 |

মানব কথা: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘দোয়া করবেন ভাই। বোবা হয়ে আছি, বোবা!’

আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১০টায় প্রিজনভ্যানে করে তিনিসহ হেভিওয়েট আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়।

হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্দেশ্য করে বলেন, ‘পলক ভাই, ইন্টারনেট আছে? এ সময় মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় তাকে।

এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘বোবা হয়ে আছি, বোবা। আপনারা মুক্ত আছেন তো?…আপনারা ভালো আছেন, আপনারা ভালো থাকলেই ভালো।’

পরে তাকে নিয়ে প্রিজনভ্যানটি কারাগারের উদ্দেশে রওয়ানা করে।

এর আগে গত ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রিজনভ্যানের দিকে নেয়ার সময় সাংবাদিকদের সামনে দুই হাত তুলে দোয়া চেয়েছিলেন জুনাইদ আহমেদ পলক।

Share Now

এই বিভাগের আরও খবর