সোনাইমুড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সময়: 9:07 am - December 22, 2024 |

সাজিদ রুবেল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে আমিশাপাড়া খলিলুর রহমান কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিশাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমীর ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান হানিফ মোল্লা, নায়েবে আমীর রহিম উল্লাহ বিএসসি।

আমিশাপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আলা উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আবদুল জলিলের সঞ্চালনায়

বক্তব্য রাখেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ফিরোজ আলম ভূট্রো, নোয়াখালী শহর ছাত্র শিবির নেতা হাবিবুর রহমান সাকিব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর বলেন এদেশের মানুষ আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। তাই জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। আওয়ামীলীগ ১ আগষ্ট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছে তাদের সভানেত্রী শেখ হাসিনা ৫ দিনের মধ্যে ৫ আগষ্ট দলীয় নেতা-কর্মীদের এতিম করে বিদেশে পালিয়ে গিয়েছেন। জামায়াতের মুল অনেক শক্তিশালী। তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেয়া যাবেনা।

Share Now

এই বিভাগের আরও খবর