জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : বৈঠক শেষে যা বললেন আসিফ নজরুল

সময়: 2:57 pm - January 16, 2025 |

মানব কথা: জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত পোষণ করেছে। সবার ঐকমত্যের ভিত্তিতে আরো নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। সবাই আশাবাদ ব্যক্ত করেছে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হবো।’

কবে নাগাদ এটি ঘোষণা করা হতে পারে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও ছাত্রদের যারা অংশগ্রহণ করেছেন, সবাই বলেছেন যে এই ঐকমত্য পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময়ই লাগুক, সেই সময় যেন নেয়া হয়।’

‘তাড়াহুড়া যেন না করা হয়। অযথা কালক্ষেপণও যেন না করা হয়,’ যোগ করেন তিনি।

ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে আলোচনার জন্য যেন কমিটি গঠন করার প্রস্তাবও রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এসেছে। তিনি বলেন, সবার প্রস্তাব বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।

‘কোথাও অনৈক্যের সুর’ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের বৈঠকে শুধুমাত্র পদ্ধতি নিয়ে বিভিন্ন মতামত এসেছে। সবাই যেন অনুভব করে যে এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের মালিকানা তারও আছে, সে ব্যাপারে বিভিন্ন মতামত এসেছে। এটি সুদৃঢ় ঐক্যের পথে সহায়ক হবে।’

সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর