নোয়াখালীর চাটখিলে জোর পূর্বক বসত ঘরে ঢুকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সময়: 8:51 am - January 19, 2025 |

আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা প্রতিনিধি:
শনিবার সন্ধ্যায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নওশাদুল করিম নাশু।

ভুক্তভোগী মোঃ নওশাদুল করিম নাশু চাটখিল পৌরসভার ছয়ানী টবগা খোন্দকার বাড়ীর নাজির হোসেনের ছেলে।

নাশু বলেন আমার সহোদর ভাই তাজুল ইসলাম (৫৫), দেলোয়ার হোসেন (৪৫) গত শুক্রবার সকালে আমার বসত ঘরে ঢুকে জোর জুলুম বাজ, অত্যাচারী, উশৃঙ্খল, ভূমিগ্রাসী, পরসম্পদ লোভী, দুষ্ট ও নারী লোভী খারাপ চরিত্রের লোক হয়।
বিবাধীরা ধনে জনে বলিয়ান হইয়া বাড়ীতে পেশীয় বলে ও অবৈধ ক্ষমতার দাপটে চলে। সামাজিক প্রচলিত আইন কানুন সালিশ দরবার কিছুই মানে না। বিবাধীদ্বয়ের সাথে আমার পৈত্রিক ওয়ারিশী জমি জামায় ও বসত বিল্ডিং নিয়া দীর্ঘ দিন যাবত বিরোধ চলিয়া আসতেছে।
গত শুক্রবার সকালে সন্ত্রাসী তাজুল ইসলাম ও দেলোয়ার হোসেন আমার উপর আক্রমণ করিয়া এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক জখম করে।
আমার শোর চিৎকারে আমাকে বাঁচাতে এগিয়ে আসেন আমার ভাই আনোয়ার হোসেন (৬০)কে ও তারা মেরে আহত করেছে, বর্তমানে তিনি চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো বলেন সন্ত্রাসীরা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও আমার পরিবারের সদস্যদের বাড়ী ঘরে রাস্তা ঘাটে ফেলে মারদর সহ প্রাণে হত্যা করিয়া লাশ গুম করিয়া ফেলবে বলিয়া হুমকি প্রদান করেন।
আমি সাংবাদিকদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার পরিবারের সদস্যদের জান মালের নিরাপত্তা দাবি করছি।

Share Now

এই বিভাগের আরও খবর