বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
সময়: 10:01 am - January 30, 2025 |

মানব কথা: প্রধান বিচারপতির চায়ের আমন্ত্রণ পাওয়া ও বিচারকাজ থেকে বিরত রাখা বিচারপতি শাহেদ নূরউদ্দিন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
আজ বৃহস্পতিবার আপিল বিভাগের গণমাধ্যমবিষয়ক কর্মকর্তা মো: শফিকুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিচারিক আদালতের রায় ঘোষণা করেছিলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।